বিয়ে সবাই করে‌ | বীমা সবাই করে, | হয়তো কেউ অপ্রাপ্ত বয়সে করে, কেউ প্রাপ্ত বয়সে করে | - Life Insurace - bangla life insurance blog | লাইফ ইন্সুরেন্স

Breaking

Post Top Ad

Post Top Ad

Translate

রবিবার, ৩১ জুলাই, ২০২২

বিয়ে সবাই করে‌ | বীমা সবাই করে, | হয়তো কেউ অপ্রাপ্ত বয়সে করে, কেউ প্রাপ্ত বয়সে করে |

  বীমা সবাই করে, কেউ বুঝে করে কেউ না বুঝে করে, বীমার আইন কী?,বীমা কাকে বলে?, বীমা কেন করতেই হবে, বীমার সুবিধা কী,

এ বিষয়ে ছোট্ট একটি উদাহরণ মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি,

বিয়ে সবাই করে। হয়তো কেউ অপ্রাপ্ত বয়সে করে, কেউ প্রাপ্ত বয়সে করে। কেউ বা যথাযথ বয়সের পর করে।

 ঠিক একই ভাবে বীমা না করার পক্ষের সাধারন লোকগুলোও বীমা করবে। হয়তো উনারা সরাসরি বীমা কোম্পানিতে বীমা করবে না।

কিন্তু, যখন_________

১)ব্যাংকে হাই ভ্যালু একাউন্ট করতে যাবে তখন ব্যাংকার উনাকে একাউন্টএর সাথে একটা ইন্সুরেন্স করাই দিবে, যেটাকে আমরা ব্যাংকান্সুরেন্স বলে থাকি।

২)যখন ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিতে যাবে তখন ব্যাংকার উনাদেরকে একটা ক্রেডিট কার্ডের ইন্সুরেন্স করাই দিবে।

৩)লোন নিতে গেলেও তখন ব্যাংকার ইন্সুইরেন্স দিবে।

৪)এনজিও থেকে লোন নিতে গেলেও বীমার জন্য একটা ফি দিতে হয়।

৫)কোনো কারনে দেশের বাইরে গেলেও বিমান টিকিটের সাথে আলাদা বীমার জন্য টাকা দিতে হয়।

৬)ইনকাম ট্যাক্স প্রদানকরতে গেলেও বীমা হিসেব দিতে হয়।

তাহলে দেখুন বীমা না করার পক্ষের লোকদের টাকা কিন্তু, বীমা সেক্টরে জড়িত হচ্ছে। হয়তো সরাসরি জড়িত হচ্ছে না, একটু ঘুড়িয়ে ফিড়িয়ে জড়িত হচ্ছে।

বিষয়টা হলো ঐ যে বিয়ের মতো,

কেউ উপযুক্ত বয়সে করে কেউ বয়স পার হয়ে গেলে করে। বিয়ে কিন্তু করতেই হবে ছাড় নাই।

আর কয়েকটা বছর অপেক্ষা করেন তখন বাচ্চাকে স্কুলে ভর্তি করাতে গেলেও অভিভাবকের ইন্সুরেন্স লাগবে। প্রিয় বাংলাদেশের নাগরিক এখন থেকে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যত ঠিক করে জীবন বীমা সঞ্চয় করে রাখুন আপনাদের পাসে আছে সানলাইফ ইন্সিওরেন্স কোঃ লিঃ  এর ইসলামি আদর্শ বীমা প্রকল্প, 



Post Top Ad